হোম > সারা দেশ > ঢাকা

দুর্নীতির মামলায় জেলা রেজিস্ট্রারের ৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় নাটোর জেলার রেজিস্ট্রার (পিআরএল ভোগরত) ও ময়মনসিংহের গফরগাঁওয়ের সাবেক সাব-রেজিস্ট্রার মো. এসকেন্দার আলীকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এই রায় দেন।

কারাদণ্ডের পাশাপাশি আসামিকে চার লাখ ৩৬ হাজার দুইশত দুই টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া অবৈধভাবে অর্জিত চার লাখ ২৬ হাজার দুইশত টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি রেজাউল করিম রেজা রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

আসামিকে দুর্নীতির একটি ধারায় তিন বছরের কারাদণ্ড ও আরেকটি ধারায় এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসাথে চলবে বলেও রায়ে উল্লেখ করেন বিচারক। ফলে তাকে তিন বছর কারাভোগ করতে হবে।

এছাড়াও এ মামলায় আসামি কর্তৃক ভোগকৃত হাজতবাস উল্লেখিত দণ্ড হতে বিধি মোতাবেক বাদ যাবে বলেও রায়ে উল্লেখ করা হয়। 

এদিন রায় ঘোষণার সময় আসামি আদালতের উপস্থিত ছিলেন। রায় শুনে তিনি অসুস্থ হয়ে পড়েন। কিছু সময়ের পর তিনি সুস্থ হলে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা যায়, জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১৪ জানুয়ারি রেজিস্ট্রার এসকেন্দারের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম।

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি