হোম > সারা দেশ > ঢাকা

খিলক্ষেতে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে' রাজধানীর খিলক্ষেতে দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হল-এনামুল ও রাসেল। এসময় নয়ন ও ইয়ামিন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।  সিএনজি অটোরিকশায় যাত্রী পরিবহনের নামে তারা ডাকাতি করতেন বলে জানিয়েছেন ডিবি পুলিশের কর্মকর্তারা। 

খিলক্ষেত থানা পুলিশ জানায়, থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ কাওলা বিশ্বরোড এলাকায় টহল দিচ্ছিলো। রাত সোয়া দুইটার দিকে কাওলা থেকে বিশ্ব রোডের দিকে একটা সবুজ রঙের সিএনজি অটোরিকশাকে থামার ইশারা দিলে সেটি দ্রুত ফ্লাইওভারের উপর দিয়ে পূর্বাচলের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডিবি পুলিশ ব্রিজের মাঝে থাকা অপর দলকে ওয়ারলেস বার্তা পাঠালে তারা তাদের মাইক্রোবাসকে রাস্তায় আড়াআড়ি দাঁড় করিয়ে ব্যারিকেড দেয়। ব্যারিকেড দেখে অটোরিকশা থেকে দুইজন সন্ত্রাসী নেমে গুলি করতে করতে পালিয়ে যেতে থাকে। গুলিতে ডিবি পুলিশের মাইক্রোবাসের বাম দিকের কাঁচ ভেঙে যায়। আক্রান্ত মাইক্রোবাস থেকে ডিবি পুলিশ পাল্টা গুলি চালায়। গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে অটোরিকশাটি ফ্লাইওভারের সাথে ধাক্কা লাগে। অটোরিকশা থেকে দুইজনকে আটক করা হয়। আরও দুইজনকে ফ্লাইওভারের উপরে পরে থাকতে দেখা য়ায।

ডিবি গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান জানান, সোমবার দিবাগত সোয়া রাত দুইটার দিকে একটি ছিনতাইকারী দলের সাথে ডিবি পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে পুলিশ একটি সবুজ রঙের অটোরিকশাসহ দুইজন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে দুই জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি সিএনজি অটোরিকশা, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন, ধারালো ছুরি, দুইটি টাইগার বাম ও নয়টি মোবাইল উদ্ধার করে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি