হোম > সারা দেশ > ঢাকা

খিলক্ষেতে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে' রাজধানীর খিলক্ষেতে দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হল-এনামুল ও রাসেল। এসময় নয়ন ও ইয়ামিন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।  সিএনজি অটোরিকশায় যাত্রী পরিবহনের নামে তারা ডাকাতি করতেন বলে জানিয়েছেন ডিবি পুলিশের কর্মকর্তারা। 

খিলক্ষেত থানা পুলিশ জানায়, থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ কাওলা বিশ্বরোড এলাকায় টহল দিচ্ছিলো। রাত সোয়া দুইটার দিকে কাওলা থেকে বিশ্ব রোডের দিকে একটা সবুজ রঙের সিএনজি অটোরিকশাকে থামার ইশারা দিলে সেটি দ্রুত ফ্লাইওভারের উপর দিয়ে পূর্বাচলের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডিবি পুলিশ ব্রিজের মাঝে থাকা অপর দলকে ওয়ারলেস বার্তা পাঠালে তারা তাদের মাইক্রোবাসকে রাস্তায় আড়াআড়ি দাঁড় করিয়ে ব্যারিকেড দেয়। ব্যারিকেড দেখে অটোরিকশা থেকে দুইজন সন্ত্রাসী নেমে গুলি করতে করতে পালিয়ে যেতে থাকে। গুলিতে ডিবি পুলিশের মাইক্রোবাসের বাম দিকের কাঁচ ভেঙে যায়। আক্রান্ত মাইক্রোবাস থেকে ডিবি পুলিশ পাল্টা গুলি চালায়। গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে অটোরিকশাটি ফ্লাইওভারের সাথে ধাক্কা লাগে। অটোরিকশা থেকে দুইজনকে আটক করা হয়। আরও দুইজনকে ফ্লাইওভারের উপরে পরে থাকতে দেখা য়ায।

ডিবি গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান জানান, সোমবার দিবাগত সোয়া রাত দুইটার দিকে একটি ছিনতাইকারী দলের সাথে ডিবি পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে পুলিশ একটি সবুজ রঙের অটোরিকশাসহ দুইজন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে দুই জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি সিএনজি অটোরিকশা, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন, ধারালো ছুরি, দুইটি টাইগার বাম ও নয়টি মোবাইল উদ্ধার করে।

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ