হোম > সারা দেশ > ঢাকা

নাপা সিরাপ সেবনে শিশুমৃত্যু: চার দিনেও জানা গেল না কারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ সেবনে দুই সহোদর শিশু মৃত্যুর ঘটনার রহস্য চার দিনেও উদ্ঘাটন করতে পারেনি ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নাপা ব্রান্ডের ওষুধটির তিনটি ব্যাচের আটটি নমুনা সংগ্রহ করা হলেও যে ওষুধটি সেবনে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে, সেটি সংগ্রহ করতে পারেনি সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)।

ফলে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে সেটি সিআইডির ফরেনসিক প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে না বলেও জানিয়েছে সরকারি সংস্থাটি।

আজ সোমবার বিকেলে অধিদপ্তরে আয়োজিত নাপা সিরাপে শিশু মৃত্যু প্রসঙ্গে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিজিডিএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ। 

মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার ওই ঘটনায় ঘটনাস্থল থেকে বেক্সিমকোর নাপা সিরাপের তিনটি ব্যাচের (যে ব্যাচের ওষুধ শিশু দুটি খেয়েছিল সেই ব্যাচসহ) মোট আটটি নমুনা সংগ্রহ করেছি আমরা। এগুলোর মান পরীক্ষা করা হয়েছে, যেখানে ওষুধটিতে ক্ষতিকর কিছুই পাওয়া যায়নি, গুণগত মান সঠিক পাওয়া গেছে।’ 

ডিজিডিএ মহাপরিচালক বলেন, ‘ব্যবহৃত ওষুধটি নকল ছিল কি না তা এখনো আমাদের জানা নেই। দুইটি শিশু মারা যাওয়ার পরই ব্যবহৃত ওষুধটি পুলিশের মাধ্যমে সিআইডিতে চলে গেছে। তাদের ফরেনসিক ল্যাবে এটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিবেদন এলেই আমরা প্রকৃত কারণ জানতে পারব। একই সঙ্গে সারা দেশ থেকে আমরা একই ব্যাচের (যে ব্যাচের নাপা শিশু দুটি সেবন করেছিল) ওষুধগুলো সংগ্রহ করতে নির্দেশ দিয়েছি। সেগুলোও পরীক্ষা করা হবে।’ 

মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ওই ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে স্থানীয় পর্যায়ের সব কর্মকর্তাকে ওই ব্যাচের ওষুধটি সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাতে বলা হয়। একই সঙ্গে দ্রুত দুটি তদন্ত কমিটি করা হয়। একটি ঘটনাস্থলে, অন্যটি বেক্সিমকোর কারখানায় যায়। সে অনুযায়ী ড. আকিব হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল গতকাল রোববার ঘটনাস্থলে যান। সে সময় নমুনাগুলো সংগ্রহ করা হয়।’ 

ডিজিডিএ মহাপরিচালক বলেন, ‘অন্য দলটি কারখানা পরিদর্শন করে। একই সঙ্গে কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। তারা জানিয়েছে, ব্যাচ ম্যানুফ্যাকচারিং নাপা সিরাপের মান সন্তোষজনক। তিনটি নমুনায় মান ঠিক আছে বলে জানানো হয়। আমাদেরও মাঠ পর্যায়ের পরীক্ষার ফল এখনো পর্যন্ত ঠিক আছে। তবে যে সিরাপটি খেয়ে এমনটা হয়েছে সেটি পুলিশের সিআইডির কাছে থাকায় মূল কারণ আমরা বলতে পারছি না। শুধু বলতে পারি, ওই ব্যাচের ওষুধগুলো ঠিক আছে। অন্য কোনো কারণে মারা গেছে কি না, সেটিও তদন্ত করছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর।’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ