হোম > সারা দেশ > ঢাকা

গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট

আজকের পত্রিকা ডেস্ক­

সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

গভীর রাতে রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মোট ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের দায়িত্বরত কর্মকর্তা তালহা বিন জসিম।

এক বার্তায় তিনি বলেন, রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। পরে তিন দফায় আরও ১২টি ইউনিট যোগ দেয়।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

সরেজমিনে দেখা যায়, রাত সাড়ে ৩টার পর আগুন স্তিমিত হয়ে আসে। কিন্তু পুরো ৭ নম্বর ভবনে ধোঁয়া দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেন দিয়ে প্রতিটি ফ্লোরে পানি ছিটানোর চেষ্টা করছেন।

সচিবালয়ের ৭ নম্বর ভবনে অর্থ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় , সেতু মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিস রয়েছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিকে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসকে সহায়তা করতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে সীমান্তরক্ষী বাহিনীর জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

ঘটনাস্থলে পুলিশের সঙ্গে সেনাবাহিনীও রয়েছে। সেনাসদস্যরা সচিবালয়ে নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন।

এরই মধ্যে রাত অনুমানিক ৩টা ১৮ মিনিটের দিকে সচিবালয়ে সামনে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট