হোম > সারা দেশ > ঢাকা

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভবঘুরেদের আশ্রম করা সেই নারী ‘সমন্বয়ক’ ৪ দিনের রিমান্ডে

টাঙ্গাইল প্রতিনিধি 

নারী সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিষ্টি। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়ি দখল, বাসা ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার নারী সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিষ্টির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে টাঙ্গাইল সদর থানার পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে মিষ্টিকে আদালতে পাঠায়।

এর আগে গতকাল রোববার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান বাদী হয়ে মিষ্টির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮–৯ ব্যক্তিকে আসামি করে মামলা করেন। মামলায় দখল, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়।

জানা গেছে, গত শনিবার সকালে জোয়াহেরুল ইসলামের বাসার তালা ভেঙে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে ভবনে প্রবেশ করেন মারইয়াম মুকাদ্দাস মিষ্টি। সেখানে তিনি মানসিক ভারসাম্যহীনদের জন্য আশ্রম তৈরির ঘোষণা দেন।

পরে শনিবার দিবাগত রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বাড়িটি দখলমুক্ত করে। পরে মিষ্টিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। তখন মুচলেকা দিয়ে মিষ্টিকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে গতকাল রাত ১১টার দিকে মানসিক ভারসাম্যহীন ১৭ জনকে ময়মনসিংহ ও গাজীপুরের সরকারি আশ্রমে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

‘ছোট ভাই প্রটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত