হোম > সারা দেশ > ঢাকা

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভবঘুরেদের আশ্রম করা সেই নারী ‘সমন্বয়ক’ ৪ দিনের রিমান্ডে

টাঙ্গাইল প্রতিনিধি 

নারী সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিষ্টি। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়ি দখল, বাসা ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার নারী সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিষ্টির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে টাঙ্গাইল সদর থানার পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে মিষ্টিকে আদালতে পাঠায়।

এর আগে গতকাল রোববার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান বাদী হয়ে মিষ্টির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮–৯ ব্যক্তিকে আসামি করে মামলা করেন। মামলায় দখল, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়।

জানা গেছে, গত শনিবার সকালে জোয়াহেরুল ইসলামের বাসার তালা ভেঙে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে ভবনে প্রবেশ করেন মারইয়াম মুকাদ্দাস মিষ্টি। সেখানে তিনি মানসিক ভারসাম্যহীনদের জন্য আশ্রম তৈরির ঘোষণা দেন।

পরে শনিবার দিবাগত রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বাড়িটি দখলমুক্ত করে। পরে মিষ্টিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। তখন মুচলেকা দিয়ে মিষ্টিকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে গতকাল রাত ১১টার দিকে মানসিক ভারসাম্যহীন ১৭ জনকে ময়মনসিংহ ও গাজীপুরের সরকারি আশ্রমে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার