হোম > সারা দেশ > ঢাকা

৮০ কোটি টাকা বকেয়া, আইআইজি অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৩৮০ কোটি টাকা বিল বকেয়া থাকায় আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) অপারেটরদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় তারা। 

বিবৃতিতে বলা হয়, বিল বকেয়া থাকায় ব্যান্ডউইথ সরবরাহকারী প্রতিষ্ঠান সাবমেরিন ক্যাবল কোম্পানি আইআইজি অপারেটরদের ৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ কমিয়ে দিয়েছে। এর প্রভাব পড়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট ও মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর। সারা দেশে অনেক গ্রাহক ভোগান্তিতে পড়েছেন। 

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেট বা মোবাইল ইন্টারনেট সব ক্ষেত্রেই গ্রাহকেরা অগ্রিম অর্থ প্রদান করে থাকে সেবা গ্রহণের ক্ষেত্রে। কিন্তু আইআইজি বা আই এস পি অপারেটররা গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে তারা কেন বকেয়া পরিশোধ করল না তা খতিয়ে দেখা দরকার। 

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন জানায়, বাজারে একটি কথা চালু আছে, তা হচ্ছে এই সকল অপারেটররা দেশের অর্থ বিদেশে পাচার করে কিংবা অন্য ব্যবসায় বিনিয়োগ করে থাকে। তবে যাই করে থাকুক না কেন তাদের অপকর্মের দায় কোনোভাবেই গ্রাহকের ওপর বর্তানো যাবে না। 

বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, মন্ত্রণালয় এবং সাবমেরিন কেবল কোম্পানির প্রতি অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়, গ্রাহক ভোগান্তি কোনোভাবেই কাম্য নয়। দ্রুত সমস্যার সমাধান করুন। যে সকল অপারেটর এই ভোগান্তির জন্য দায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা নিশ্চিত করুন। তারা গ্রাহকের কাছ থেকে আদায়কৃত অর্থ কোন খাতে ব্যয় করল কীভাবে ব্যয় করল তারও একটি তদন্ত হওয়া দরকার বলে আমরা মনে করি।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে