হোম > সারা দেশ > ঢাকা

র‍্যাব সদর দপ্তরে মানবাধিকার বিষয়ক সেমিনার

আজকের পত্রিকা ডেস্ক­

আজ সোমবার রাজধানীর উত্তরায় র‍্যাব সদর দপ্তরে মানবাধিকারবিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

মানবাধিকারবিষয়ক আইনকানুন সম্পর্কে ধারণা পেতে মানবাধিকারবিষয়ক সেমিনার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রাজধানীর উত্তরায় র‍্যাব সদর দপ্তরে আজ সোমবার এই সেমিনারের আয়োজন করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাবে কর্মরত সব পদবির কর্মকর্তাদের মানবাধিকারবিষয়ক আইনকানুন সম্পর্কে ধারণা পেতে একটি সেমিনার আয়োজন করা হয়।

আলোচনায় আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবিধানিক অধিকার এবং আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয়ে আলোচনা করা হয়। হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আলোচক হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবিধানিক অধিকার বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবিধানিক অধিকার বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন, যা র‍্যাব ফোর্সেসের দৈনন্দিন কার্যাবলির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আলোচক হিসেবে আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয়ে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

সেমিনারে উপস্থিত ছিলেন র‍্যাব ফোর্সেসের মহাপরিচালক এবং অতিরিক্ত মহাপরিচালক, সদর দপ্তরের সব পরিচালক ও অন্যান্য কর্মকর্তারা। এ ছাড়া ভিটিসির মাধ্যমে র‍্যাবের ব্যাটালিয়নসমূহের সব কর্মকর্তা আলোচনায় অংশ নেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু