মানিকগঞ্জের হরিরামপুরে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৩০) এবং তিনি উপজেলার বিজয়নগরের বাসিন্দা।
মানিকগঞ্জ ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী একে এম রাসেল মৃত্যুর বিষটি নিশ্চিত করেন। তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে ৪ জুলাই হাসপাতালে ভর্তি হন আব্দুর রাজ্জাক। করোনায় আক্রান্ত রাজ্জাককে তাঁর পরিবার গত ৪ জুলাই মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, বিজয়নগরের এক যুবক আজ সকালে মানিকগঞ্জ সদর হাসপাতালে মারা গেছেন। হরিরামপুরের অবস্থা ভালো নয়। করোনা শনাক্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। উপজেলার বয়রা ইউনিয়নের আন্ধারমানিক এলাকার অবস্থা সব থেকে ভয়াবহ বলেও জানান তিনি।
উল্লেখ্য, এ পর্যন্ত হরিরামপুরে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। মোট শনাক্ত হয়েছেন ২১৯ জন। শনাক্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫৭ জন। বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ৫১ জন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫ জন।