হোম > সারা দেশ > রাজবাড়ী

রাতে হাসপাতালে গেলে অ্যান্টিভেনম না পাওয়ার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় বেড়েছে সাপের উপদ্রব। প্রায় সাপের ছোবলে আহত রোগীকে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে স্থানীয়দের অভিযোগ রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে গেলে অ্যান্টিভেনম নেই বলে জানায়। এতে দূর-দুরন্ত থেকে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়ছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রাতে কোনো রোগী আসে না। 

উপজেলার মৌরাট ইউনিয়নের তালতলা গ্রামে একে আজাদের মুরগির ফার্মে কাজ করতেন হামিদুর রহমান (৩০)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার কবুলপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। গত মঙ্গলবার রাতে মুরগির ফার্মের পাশে একটি ঘরে শুয়ে ছিলেন তিনি। রাত দেড়টার দিকে পায়ে কিছু একটা কামড় দেয়। তাৎক্ষণিক লাইট জ্বালিয়ে দেখেন একটি সাপ চলে যাচ্ছে। তখন মুরগির ফার্মের মালিকে ফোন দেন। ফোন পেয়ে ফার্মের মালিক দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

মুরগির ফার্মের মালিক এ কে আজাদ বলেন, ‘ভোর ৪টার দিকে হামিদুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। জরুরি বিভাগে কাউকে না পেয়ে নার্সদের রুমে গেলে দরজা বন্ধ দেখি। এ সময় দরজায় ধাক্কা দিলে এক নার্স ভেতর থেকেই বলেন কি হয়েছে? সাপে কাটা রোগী নিয়ে এসেছি বললেই বলেন, আমাদের এখানে অ্যান্টিভেনম নেই। অন্য কোথাও যান।’ 

এ কে আজাদ আরও বলেন, ‘হামিদুরকে নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার মারা যায় সে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যান্টিভেনম দিলে তাকে বাঁচানো যেত। কয়েক দিন আগেও এক স্কুলছাত্রী মারা গেছে সাপের ছোবলে। তাঁরাও আমার মতো স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল অ্যান্টিভেনম নেই। আধুনিক যুগেও চিকিৎসার অভাবে সাপের ছোবলে রোগী মারা যাওয়ার দায় কার?’ 

অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আহমেদ তিথী বলেন, ‘গত মঙ্গলবার রাতে সাপের ছোবলে আহত কোনো রোগীকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এ রকম কথা আপনাদের মাধ্যমে জেনেছি। এ রকম কিছু হলে আমার ডাক্তাররা বলত। তা ছাড়া সাপের ছোবলে আক্রান্ত কোনো রোগী আসলে চিকিৎসা না দেওয়ার সুযোগ নেই। কারণ আমাদের অ্যান্টিভেনম আছে। কোনো রোগী আসলে হাসপাতালের রেজিস্ট্রার খাতায় লেখা থাকত।’ 

শারমিন আহমেদ তিথী আরও বলেন, ‘কিছুদিন আগে হাসপাতালে এসে অ্যান্টিভেনম না পেয়ে এক রোগীর মৃত্যু হয়েছে; এ রকম একটি অভিযোগে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত এখনো চলমান রয়েছে।’ 

এ বিষয়ে সিভিল সার্জন ইব্রাহিম টিটোনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন