ঢাকার কেরানীগঞ্জ থেকে পৃথক অভিযানে প্রায় আধা কেজি হেরোইন ও ৭২ বোতল ফেনসিডিলসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ১৮ লাখ টাকা বলে দাবি করেছে র্যাব।
আজ সোমবার বিকেলে র্যাব-১০ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার কেরানীগঞ্জের বড়মনহরিয়া এলাকা থেকে ৩৪৪ গ্রাম হেরোইনসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. স্বপন মিয়া (২৭), মো. রাজু আহম্মেদ (৩৫), মো. আলিফ হোসেন (৩২) ও মো. মোশারফ (৩৭)। তাঁদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৩২ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে কেরানীগঞ্জের শুভাঢ্যা থেকে ৭২ বোতল ফেনসিডিলসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে র্যাব ১০। গ্রেপ্তারকৃত দুজন হলেন মো. রানা (৩৬) ও মো. সোহেল (৩৭)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তাঁর বেশ কিছুদিন দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন ও ফেনসিডিলসহ অন্য মাদকদ্রব্য সংগ্রহ করে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।