হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর আরামবাগে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরাফাত ইসলাম তানভির (২০) নামে এক কলেজ শিক্ষার্থী মারা গেছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আরামবাগ রয়েল ডিলাক্স বাস কাউন্টারের পাশে এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, তানভির নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মামুদি গ্রামের মো. আলামিনের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তানভির ছিলেন বড়। 

তানভিরের এক আত্মীয় সালমান ইসলাম সাকিব জানান, সাকিবের বাসা দক্ষিণ কমলাপুর কবরস্থান রোডে। আবুজর গিফারি কলেজে এইচএসসির প্রথম বর্ষের ছাত্র ছিলেন। গত রাতে দুই বন্ধু সাব্বির ও অমিতকে নিয়ে আরামবাগ এলাকাতেই একটি অনুষ্ঠানে দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে তিন বন্ধু রাস্তায় ঘুরতে বের হন। মোটরসাইকেল চালাচ্ছিলেন তানভির নিজেই। আরামবাগ রয়েল ডিলাক্স বাস কাউন্টারের পাশে এলে একটি মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তানভির। বাকি দুজন সামান্য আহত হন। পরে তানভিরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহত ওই শিক্ষার্থীকে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ