হোম > সারা দেশ > ঢাকা

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি নামক এলাকার মুন পাম্পের সামনে সকাল ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতের নাম আম্বিয়া খাতুন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। 

পুলিশ সূত্রে জানা যায়, বালিয়াকান্দির মুন পাম্পের সামনে একটি সিমেন্ট মিক্সচার গাড়ি পার্কিং করা মাইক্রোবাসকে ধাক্কা দিলে মাইক্রোবাসে থাকা যাত্রীরা গাড়ির নিচে চাপা পড়েন। মাইক্রোবাসটি কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছিল। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহত আম্বিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়। 

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আম্বিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন এবং বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি ভবেরচর হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১