হোম > সারা দেশ > ঢাকা

হাসপাতালগুলোর কাছে ডেঙ্গু রোগীর তথ্য চাইলেন মেয়র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মশার বিস্তার কমাতে হাসপাতালগুলোকে ডেঙ্গু রোগীদের তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘ঢাকার হাসপাতালগুলোর দায়িত্বশীলদের বলছি তথ্য দেন। আমরা রোগীদের বাড়িতে গিয়ে স্প্রে করে দেব। মশা নিধন করতে সবার স্বার্থে তথ্য দেবেন।’

আজ শনিবার সকালে ডিএনসিসির ‘ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে মশক নিধনে চিরুনি অভিযানের উদ্বোধন’ অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন। 

আতিকুল ইসলাম বলেন, `বিভিন্ন বাসায় গত বছর স্প্রে করে রং লাগিয়ে দিয়ে আসছি। পরে আবার মশার লার্ভা পাওয়া গেছে। সবাই মিলে ডেঙ্গুর বিরুদ্ধে অভিযান সফল করতে হবে। সবাইকে কাজ করতে হবে। সচেতনতা বাড়াতে চিরুনি অভিযান ও মাইকিং করা হচ্ছে। আমরা সবাইকে বলছি, তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন।'

এক প্রশ্নের জবাবে ডিএনসিসির মেয়র বলেন, `আমরা অ্যাপসের মাধ্যমে তথ্য নিচ্ছি। প্রতিটি বাসার ঠিকানা আমাদের কাছে আছে। গত বছর ১ হাজার ৭২০টি বাসায় মশার লার্ভা পেয়েছি। গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ১৬৫ জন রোগীকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটির মাত্র ৩৩ জন।' 

অনুষ্ঠানে স্থানীয় সরকার ও পল্লি উন্নয়নমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘বৃষ্টির কারণে এডিস মশার প্রজনন অনেক বৃদ্ধি পেয়েছে। তবে মশা নিধনে ২০২০ সাল থেকে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। সিটি করপোরেশন তাদের কাজ করবে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আপনার বাড়ির আঙিনা আপনাকে পরিষ্কার করতে হবে। মশক নিধন কর্মসূচিতে প্রতিটি ওয়ার্ডে স্কুল–কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, ব্যবসায়ী সবাইকে কার্যক্রমে যুক্ত করতে হবে। ২০১৯ সালের তিক্ত অভিজ্ঞতার পরে ২০২০ সালে আমরা সফল হয়েছি। এই বছর এখনো আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সবাইকে সতর্ক থাকতে হবে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু