হোম > সারা দেশ > ঢাকা

হাসপাতালগুলোর কাছে ডেঙ্গু রোগীর তথ্য চাইলেন মেয়র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মশার বিস্তার কমাতে হাসপাতালগুলোকে ডেঙ্গু রোগীদের তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘ঢাকার হাসপাতালগুলোর দায়িত্বশীলদের বলছি তথ্য দেন। আমরা রোগীদের বাড়িতে গিয়ে স্প্রে করে দেব। মশা নিধন করতে সবার স্বার্থে তথ্য দেবেন।’

আজ শনিবার সকালে ডিএনসিসির ‘ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে মশক নিধনে চিরুনি অভিযানের উদ্বোধন’ অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন। 

আতিকুল ইসলাম বলেন, `বিভিন্ন বাসায় গত বছর স্প্রে করে রং লাগিয়ে দিয়ে আসছি। পরে আবার মশার লার্ভা পাওয়া গেছে। সবাই মিলে ডেঙ্গুর বিরুদ্ধে অভিযান সফল করতে হবে। সবাইকে কাজ করতে হবে। সচেতনতা বাড়াতে চিরুনি অভিযান ও মাইকিং করা হচ্ছে। আমরা সবাইকে বলছি, তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন।'

এক প্রশ্নের জবাবে ডিএনসিসির মেয়র বলেন, `আমরা অ্যাপসের মাধ্যমে তথ্য নিচ্ছি। প্রতিটি বাসার ঠিকানা আমাদের কাছে আছে। গত বছর ১ হাজার ৭২০টি বাসায় মশার লার্ভা পেয়েছি। গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ১৬৫ জন রোগীকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটির মাত্র ৩৩ জন।' 

অনুষ্ঠানে স্থানীয় সরকার ও পল্লি উন্নয়নমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘বৃষ্টির কারণে এডিস মশার প্রজনন অনেক বৃদ্ধি পেয়েছে। তবে মশা নিধনে ২০২০ সাল থেকে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। সিটি করপোরেশন তাদের কাজ করবে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আপনার বাড়ির আঙিনা আপনাকে পরিষ্কার করতে হবে। মশক নিধন কর্মসূচিতে প্রতিটি ওয়ার্ডে স্কুল–কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, ব্যবসায়ী সবাইকে কার্যক্রমে যুক্ত করতে হবে। ২০১৯ সালের তিক্ত অভিজ্ঞতার পরে ২০২০ সালে আমরা সফল হয়েছি। এই বছর এখনো আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সবাইকে সতর্ক থাকতে হবে।’

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন