হোম > সারা দেশ > ঢাকা

সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন আরও ২ হত্যা মামলার আসামি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরও দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী ভিন্ন ভিন্ন আদেশে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। 

সকালে মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ৮টার সময় তাঁর উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানি শেষে আদালত নির্দেশ দেন। 

ঢাকার প্রধান মহানগর হাকিম আদালতের প্রসিকিউশন দপ্তর সূত্রে জানা গেছে, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বাড্ডা থানার দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একটি হচ্ছে ইমদাদুল হক হত্যা মামলা, অপরটি আব্দুল জব্বার সুমন হত্যা মামলা। 

আব্দুল্লাহ আল মামুনকে গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা থেকে আটক করা হয়। ৪ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বসিলায় মুদির দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ১২ সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। ওই দিন খিলগাঁও থানার দুটি ও ভাটারা থানার দুটি হত্যা মামলা, অর্থাৎ চারটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। 

গত মঙ্গলবার আরও ছয়টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ দুটি মামলায় গ্রেপ্তার দেখানোয় তাঁকে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো। 

গ্রেপ্তার দেখানোর প্রতিটি আবেদনে ভিন্ন ভিন্ন তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন—আইজিপি আব্দুল্লাহ আল মামুন মামলাগুলোতে জড়িত বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁকে ভবিষ্যতে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হবে।

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক