বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার হাসপাতালে নেওয়া হচ্ছে। বিকেল ৪টার দিকে তাঁকে রাজধানীর এভারকেযার হাসপাতালে নেওয়া হবে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানান দিদার।
এর আগে টানা পাঁচ মাস চিকিৎসা নিয়ে গত ১১ জানুয়ারি হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন।