রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ওমর ফারুক চৌধুরী ও তাঁর স্ত্রী নিগার সুলতানা চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
পৃথক আবেদনে স্ত্রীসহ ওমর ফারুকের বিপুল জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নিষেধাজ্ঞা জারি করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওমর ফারুক চৌধুরী ও নিগার সুলতানা চৌধুরীর দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে পৃথক দুটি আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম। অন্যদিকে সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধেরও পৃথক পৃথক আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে মাদক কারবার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এসব অপরাধের সঙ্গে জড়িত থেকে এবং ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজে ও পরিবারের সদস্যরা বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন বলেও অভিযোগ রয়েছে।
দুদকে এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম চলমান। অনুসন্ধান চলাকালে দুদক জানতে পেরেছে, তাঁরা যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন। তাঁরা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। এমতাবস্থায় তাঁদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
অন্যদিকে ওমর ফারুক চৌধুরীর তানোরে আটটি দলিলে থাকা চার একরের বেশি জমি জব্দ এবং ৫৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী নিগার সুলতানা চৌধুরীর ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও একটি দলিলের সাড়ে ৪ শতাংশ জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।