হোম > সারা দেশ > টাঙ্গাইল

গাজীপুরে দুই বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় আজ সোমবার ভোর ৪টার দিকে একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য বেঁচে যান বাসের চালক। অপর দিকে গাজীপুর মহানগরীর সদর থানার শিববাড়ি-শিমুলতলী সড়কের বটতলায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয় গতকাল রোববার গভীর রাতে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সফিপুর এলাকায় আগুন দেওয়া ওই বাস দিয়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার একটি কারখানায় শ্রমিক আনা-নেওয়ার কাজ করা হতো। প্রতিদিনের মতো সোমবার ভোরে শ্রমিক আনার উদ্দেশে বাসটি গাজীপুর মহানগরের কোনাবাড়ীর দিকে যাচ্ছিল। পথে সফিপুর বাজারে পূর্বপাশে সামনে আরেকটি বাস দাঁড়িয়ে থাকায় বাসটি থামাতে হয় চালককে। এ সময়ে হঠাৎ চার-পাঁচজন যুবক দৌড়ে বাসটিতে ওঠে পড়ে। এরপর তারা বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। 

বাসচালক হাবিবুর রহমান বলেন, ‘হঠাৎ করে ৪-৫ জন যুবক যখন বাসে উঠে পড়ে, তখন আমি তাদের বলেছি, ভাই আমি তো কোনো যাত্রী নেব না, আপনারা কেন উঠেছেন? তখন তারা “তোর কোথাও যাওয়া লাগবে না”—এই কথা বলে হাতে থাকা বোতল থেকে তেল ছিটিয়ে দেয়। পরে আগুন দিয়ে পালিয়ে যায়। আমি অল্পের জন্য দৌড়ে নেমে গিয়ে বেঁচে গেছি।’ 

কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হান বলেন, আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভাতে গিয়ে গাড়ির ভেতরের এবং সামনের অধিকাংশই পুড়ে যায়। 

কালিয়াকৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘ভোর রাতে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। আমরা তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’ 

এদিকে গাজীপুর মহানগরীর সদর থানার শিববাড়ি-শিমুলতলী সড়কের বটতলায় গতকাল রোববার রাত ২টার দিকে পার্কিং করা একটি বাসে  আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। 

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, রাত ২টার দিকে শিববাড়ি-শিমুলতলী সড়কের বটতলায় একটি দাঁড়ানো বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন