হোম > সারা দেশ > ঢাকা

থার্টি ফার্স্টে ফানুস ওড়ানো-আতশবাজি পোড়ানো বন্ধ চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো ও আতশবাজি পোড়ানো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সেই সঙ্গে গত থার্টি ফার্স্ট নাইটে আতশবাজির শব্দের আতঙ্কে মারা যাওয়া শিশু উমায়েরের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে আবেদনে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মিজানুর রহমান জনস্বার্থে এই রিট দায়ের করেন।

রিটে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট ছয়জনকে বিবাদী করা হয়েছে। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান রিটকারী আইনজীবী। 

মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো এবং আতশবাজি পোড়ানোর ঘটনায় প্রায় ২০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত সবাইকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া এসব ফানুস ওড়ানো এবং আতশবাজি পোড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্যও নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। আর ভবিষ্যতে ফানুস ও আতশবাজি কেনাবেচাতেও নিষেধাজ্ঞা চেয়ে সম্পূরক আবেদন করা হবে বলে জানান এই আইনজীবী। 

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক