হোম > সারা দেশ > নরসিংদী

পায়ে থুতু ফেলার জেরে কিশোরকে কুপিয়ে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে পায়ের সামনে থুতু ফেলার জেরে মোবারক হোসেন ওরফে শাহ আলম (১৭) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠী, শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের শিক্ষকেরা। আজ বুধবার দুপুরে মাধবদী এসপি ইনস্টিটিউশনের সামনে এই মানববন্ধন পালন করা হয়। 

নিহত শাহ আলম মাধবদী এসপি ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। গত শুক্রবার কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মোবারক হোসেন ওরফে শাহ আলমকে। 

মানববন্ধনে মাধবদী এসপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র দেবনাথ তাঁর বলেন, ‘আমাদের বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী মোবারক হোসেন ওরফে শাহ আলমকে যারা নির্মমভাবে হত্যা করেছে, আমরা যথাযথ তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’ এ সময় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনোয়ার হোসেন, মো. ইব্রাহিম হোসেনসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

হত্যা মামলার সূত্রে জানা যায়, শুক্রবার মোবারক হোসেন বাড়ি থেকে বের হয়ে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় সে থুতু ফেললে ইয়াসিন নামে এক কিশোরের পায়ের ওপর পড়ে। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এই ঘটনার জেরে পরদিন শনিবার সন্ধ্যায় দক্ষিণ বিরামপুর এলাকার আওয়াল মোল্লার চায়ের দোকানের সামনে ইয়াসিনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের ১০-১২ জন সদস্য শাহ আলমকে কুপিয়ে আহত করে। পরে ওই রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় মামলার পর পুলিশ চারজনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি ইয়াসিন ও তার অন্যান্য সহযোগী পলাতক রয়েছে। 

 

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান