হোম > সারা দেশ > ঢাকা

মাদক ব্যবসায় জড়িত থাকার স্বীকারোক্তি মডেল পিয়াসার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইয়াবার ব্যবসার সঙ্গে বহুল আলোচিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা নিজে জড়িত বলে স্বীকার করেছেন আদালতে। রাজধানীর খিলক্ষেত থানায় দায়ের করা মাদকের একটি মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেছেন। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাইনুল ইসলাম এর কাছে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

খিলক্ষেত থানায় দায়ের করা এই মামলায় রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর পিয়াসা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালত সূত্রে জানা গেছে, পিয়াসা জবানবন্দিতে বলেছেন, তিনি তার সহযোগী মিশু ও জিসানের সহযোগিতায় এই ব্যবসা করেন। মিশু ও জিসান তাকে ইয়াবা সরবরাহ করে থাকেন। পরে আসার বাসা থেকে এই ইয়াবা সমাজের বিশেষ শ্রেণির কিছু লোক সংগ্রহ করে নেয়। 
জবানবন্দিতে তিনি আরও বেশ কয়েকজন ইয়াবাসেবী ও ইয়াবা ব্যবসায়ী জড়িত বলে উল্লেখ করেছেন। 

রাজধানীর বারিধারা এলাকার বাসা থেকে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে গত ১ আগস্ট রাত ১০টার অভিযান চালিয়ে আটক করা হয়। 

এ সময় পিয়াসার ঘরের টেবিল থেকে চার প্যাকেট ইয়াবা জব্দ করা হয়। প্যাকেটে ছিল মোট ৬ শ' পিস ইয়াবা। এ ছাড়া পিয়াসার রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানের একপর্যায়ে পিয়াসার ফ্রিজ খুলে একটি আইসক্রিমের বাক্স থেকে সিসা তৈরির কাঁচামাল ও বেশ কয়েকটি ই-সিগারেট পাওয়া যায়। এ ঘটনায় গুলশান থানায় ২ আগস্ট মামলা হয়। 

এদিকে গত ৪ আগস্ট বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পিয়াসার সহযোগী মিশুকে আটক করা হয়। মিশুর কাছ থেকে সাত হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই ঘটনায় ভাটারা থানায় মিশুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় পিয়াসাকে আসামি করা হয়। 

অন্যদিকে মিশুর সঙ্গে গ্রেপ্তার জিসানকে নিয়ে খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে আরও ছয় হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই মামলায়ও পিয়াসাকে আসামি করা হয়। এই মামলায় পিয়াসা জবানবন্দি দেন।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি