হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৬

ঢামেক প্রতিবেদক, ঢাকা  

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসলাইনে বসানো কম্প্রেসর বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদেরকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ডহরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—ডহরগাঁও গ্রামের বাবুল মিয়া (৪০), তাঁর স্ত্রী সেলি বেগম (৩৫), ছেলে সোহেল মিয়া (২০) ও ইসমাইল হোসেন (১১), মেয়ে তাসলিমা আক্তার (৯) ও পুত্রবধূ মুন্নি খাতুন (১৮)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে বাবুলের শরীরের ৬৬ শতাংশ, সোহেলের ৭০, ইসমাইলের ৫৫, তাসলিমার ৬৩, সেলি বেগমের ৩০ ও মুন্নির শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

বাবুলের চাচাতো ভাই এনামুল হক বলেন, বাবুল রাজমিস্ত্রির কাজ করতেন। তাঁর স্ত্রী কাজ করেন স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায়। তাঁরা একই বাসায় পাশাপাশি কক্ষে থাকতেন। এনামুলের ঘরে গ্যাসের লাইন থাকলেও বাবুলের ঘরে গ্যাসের লাইন ছিল না। তিনি এনামুলের ঘর থেকে গ্যাসের লাইন নিজ ঘরে এনেছিলেন। আর এই লাইনে কম্প্রেসর বসিয়েছিলেন বাবুল।

এনামুল হক বলেন, শুক্রবার রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়েন বাবুল ও তাঁর পরিবারের সদস্যরা। বাবুলের ঘরে থাকা গ্যাসের কম্প্রেসর বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ছয়জন দগ্ধ হন।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে