হোম > সারা দেশ > রাজবাড়ী

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-পথে লঞ্চে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী পরিবহন

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাটে পবিত্র ঈদ-উল-আজহা সামনে রেখে রাজধানী ছেড়ে আসা ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের ঘাটে আসা মানুষের ভিড় বাড়তে থাকে।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘাটে অবস্থান করে দেখা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে কিছুক্ষণ পর পরই রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আসছে লঞ্চ। পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চ ধারণক্ষমতার প্রায় ৬ গুন বেশি যাত্রী নিয়ে দৌলতদিয়া লঞ্চ ঘাটে এসে ভিড়ছে। তবে ঢাকাগামী যাত্রীদের কোন চাপ নেই দৌলতদিয়া লঞ্চ ঘাটে। পাটুরিয়া থেকে আসা লঞ্চগুলো যাত্রী নামিয়ে সামান্য কয়েকজন যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাট ত্যাগ করছে। ঘাটে কর্মরত আছে পুলিশসহ আনসার বাহিনীর একটি দল।

বিআইডব্লিউটিএ'র দৌলতদিয়া লঞ্চঘাট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ৩৪টি লঞ্চ চলাচল করছে।

দৌলতদিয়া ঘাটে ঢাকা থেকে গোপালগঞ্জে যাওয়া সাইফুল ইসলাম বলেন, 'বাড়ির মানুষদের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। পাটুরিয়া লঞ্চ ঘাটে এসে দেখি কর্তৃপক্ষের কোনো নজরদারি নাই। যত খুশি তত যাত্রী ওঠাচ্ছেন লঞ্চে। এমনটা করলে আর সামাজিক দূরত্ব কীভাবে মানা সম্ভব। এমনিতেই গাদাগাদি অবস্থা তারপরে আবার কিছু মানুষের মুখে মাস্কই নাই।'

এ ছাড়া যানবাহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। স্বল্প দূরত্বের অটোরিকশা, মাহেন্দ্র থেকে দূরপাল্লার সব বাসে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেছে যাত্রীরা।

বিআইডব্লিউটিএ’র লঞ্চ ঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর রাসেল শেখ বলেন, ‘পাটুরিয়া ঘাটে যাত্রীদের চাপ বেশি। পাটুরিয়া ঘাট থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেভাবে লঞ্চে যাত্রী ওঠাচ্ছেন সেভাবেই যাত্রী উঠছে। সকাল থেকেই লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন