হোম > সারা দেশ > ঢাকা

মানুষ মারা যাচ্ছে, মশা কেন মারতে পারছেন না: সিটি করপোরেশনকে হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিধনে সিভিল অ্যাভিয়েশন, সিটি করপোরেশনসহ সবপক্ষকে একসঙ্গে বসে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৫ ফেব্রুয়ারি এই বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আজ রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই নির্দেশ দেন। এ সময় আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রিমি নাহরিণ। 

শুনানিতে আদালত সিটি করপোরেশনের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে, কিন্তু মশা মারতে পারছেন না কেন? ৭৬ কোটি টাকা বরাদ্দ, এটা দিয়ে বড় ধরনের পদক্ষেপ নেওয়া যায়। কিন্তু আপনারা দৃশ্যমান কোনো কাজ করছেন না।’ 
 
এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার উপদ্রব থেকে সুরক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ২০১৯ সালের ৩ মার্চ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ। ওই সময় হাইকোর্ট রুল জারি করেন। এ ছাড়া সম্পূরক আবেদনের প্রেক্ষিতে গত ২০ ফেব্রুয়ারি বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে সার্ভে করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়। 

তানভীর আহমেদ জানান, নির্দেশ অনুযায়ী সিভিল অ্যাভিয়েশন সার্ভে রিপোর্ট দাখিল করে। তাতে দেখা যায় বিমান বন্দরে এডিস ও কিউলেক্স মশার উপদ্রব রয়েছে। আর মশা নিধনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৭৬ কোটি টাকা। বিমান ও পর্যটন সচিব, বেসরকারি বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও বিমানবন্দরসংলগ্ন ওয়ার্ড কমিশনারকে চার সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ শুনানি হয়।

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ