হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে নিখোঁজের তিন দিন পর ইয়াজুল ইসলাম (৩৬) নামের এক যুবকের লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আশাপুর এলাকায় কালিগঙ্গা নদীতে এই ঘটনা ঘটে। 

লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান। 

নিহত ইয়াজুল উপজেলার সিংজুরী ইউনিয়নের পূর্ব আশাপুর গ্রামের ছানো মিয়ার ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী। সম্প্রতি ছুটিতে দেশে আসেন। তাঁর স্ত্রীসহ চার বছরের এক ছেলেসন্তান রয়েছে। 

ইয়াজুলের পরিবারের সদস্যরা জানান, ২০ আগস্ট রাত ৯টার দিকে মোবাইল ফোনে কল পেয়ে ঘর থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি ইয়াজুল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে আজ সকালে ঘিওর থানায় সাধারণ ডায়েরি করা হয়। 

নিহতের পরিবারের লোকজনের দাবি, ইয়াজুলকে ডেকে নিয়ে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন তাঁরা। 

নিহতের চাচাতো ভাই সাইফুল বলেন, ‘ইয়াজুল সৌদি আরব থেকে দেশে এসে কৃষি কাজ করতেন। তাঁর সঙ্গে কারও ঝগড়া-বিবাদ ছিল না। তাঁর এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। এ ঘটনার সঠিক বিচার চাই।’ 

ওসি আমিনুর রহমান বলেন, ‘ঘিওর উপজেলার আশাপুর এলাকায় কালিগঙ্গা নদীর মাঝখানে ভাসমান অবস্থায় ইয়াজুলের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস