হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে যৌথ বাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী ও এক মাদক কারবারি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দুই এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত দুজন সন্ত্রাসী ও একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত মিরপুর ও কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত সোহরাব হোসেন স্বপন (৫৫) ও মাহবুব হাসান রিপন (৫০) এবং মাদক কারবারি কামরুল ইসলাম। গ্রেপ্তারের সময় কামরুলের কাছ থেকে ১৯৩টি ইয়াবা বড়ি, একটি দেশীয় ধারালো অস্ত্র ও নগদ ৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘জনসাধারণের অভিযোগের ভিত্তিতে মিরপুর ও কাফরুল এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ সোহরাব হোসেন স্বপন ও মাহবুব হাসান রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা আওয়ামী লীগ সরকারের আমলে মিরপুর ও কাফরুল এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি করতেন। তাঁদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পরে তাঁদের কাফরুল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আরেকটি অভিযানে মিরপুরে ৬০ ফিট রোড থেকে দেশীয় অস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ কামরুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ওই মাদক কারবারিকে মিরপুর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার স্বপন ও রিপনকে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মাদক কারবারিকে গ্রেপ্তার প্রসঙ্গে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া কামরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁকে আজ (শুক্রবার) আদালতে পাঠানো হয়েছে।’

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর