হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে ৬ জনকে জেল, ৮ জনকে অর্থদণ্ড

দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে গাজীপুরের শ্রীপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বিধি ভঙ্গের দায়ে প্রার্থীদের আট এজেন্টকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচনকালে এসব বিচার কার্য সম্পাদন করা হয়। 

সূত্রে জানা যায়-বরমী ইউনিয়নের চরবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফজলুল হক নামে এক ব্যক্তিকে সাত দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কামরুল হাসান খানকে তিন দিন, গিলারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শাহীন আলমকে ১০ দিন, শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মো. আক্তার হোসেনকে সাত দিন ও শফিউল বাসারকে সাত দিন এবং বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রাজিম আহাম্মদকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

অপর দিকে বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্রে মোবাইল ফোন রাখার দায়ে বিভিন্ন প্রার্থীর আটজন এজেন্টকে ৫০০ টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা আজকের পত্রিকাকে বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের দায়ে বেশ কয়েক ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে শাস্তি (জেল) দেওয়া হয়েছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু–স্বাভাবিক ছিল। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস