হোম > সারা দেশ > ঢাকা

প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে মানববন্ধন করেছেন শিক্ষক ও কর্মচারীরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার পর থেকে তাঁরা এই মানববন্ধন শুরু করেন। 

এই কর্মসূচির সমন্বয়ক আলমগীর হোসাইন গণমাধ্যমকে বলেন, বিদ্যালয়গুলোর পরিদর্শন, অনুমোদন, এমপিওর কাজ বাধাগ্রস্ত হওয়ায় দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর সাধারণ শিক্ষক-কর্মচারী গণবৈষম্যের শিকার। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি ও এমপিওভুক্ত হয়নি। এসব বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এর পরও প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, চিকিৎসা, কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাদের সমাজের মূলধারায় নিয়ে আসার কাজ অব্যাহত রেখেছেন। 

তিনি আরও বলেন, বর্তমানে অবহেলিত এই জনগোষ্ঠীর ও শিক্ষক-কর্মচারীদের অগ্রযাত্রার গতি ফিরিয়ে আনতে, নোবেল বিজয়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সুদৃষ্টি প্রত্যাশা করছি। 

আন্দোলনকারীরা জানান, ‘নীতিমালা-২০১৯’-এর পরিপ্রেক্ষিতে গত ২০১৯ সালের ১৮ ডিসেম্বর বিশেষ বিদ্যালয়সমূহের পাঠদান স্বীকৃতি/এমপিওভুক্ত করার  আবেদন আহ্বান করা হয়। সারা দেশ থেকে যথাযথ নিয়ম মেনে (প্রায়) ১৭৭২টি প্রতিবন্ধী বিদ্যালয় আবেদন করে। আবেদনকৃত বিদ্যালয়গুলো পরবর্তীতে যাচাই-বাছাই করে বিদ্যালয়গুলোকে তিনটি ক্যাটাগরিতে শ্রেণিবিন্যাস করা হয়। 

তাঁরা আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে ‘ক’ গ্রেডের বিদ্যালয়গুলো মন্ত্রণালয়ের উপসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করার সিদ্ধান্ত হয়। অজ্ঞাত কারণে সম্পূর্ণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ