হোম > সারা দেশ > ঢাকা

ক্যানটিন মালিকের দাড়ি ছেঁড়া সেই ছাত্রলীগ নেতা এবার হল থেকে বহিষ্কার

ঢাবি প্রতিনিধি

বকেয়া টাকা চাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলের ক্যানটিন মালিক ফাহিম হোসেনকে মারধর করে দাড়ি ছিঁড়ে ফেলা ও ক্যানটিন ম্যানেজার মোহাম্মদ মনিরকে মারধর করা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসাইন অভিকে হল থেকে বহিষ্কার করেছে মাস্টারদা সূর্যসেন হল প্রশাসন।

আজ বৃহস্পতিবার তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে এই বহিষ্কারের নোটিশ প্রদান করা হয়।

এর আগে ১২ ফেব্রুয়ারি দুপুরে ক্যানটিন মালিকের দাড়ি ছিঁড়ে ফেলা ও ম্যানেজারকে মারধর করার অভিযোগে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাকির হোসেন ভূঁইয়া বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ফাহিম। সেই ভিত্তিতে সেদিনই তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আজ বৃহস্পতিবার অভিকে হল থেকে বহিষ্কার করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ‘অভি মারধরের ঘটনায় দোষী হিসেবে প্রমাণিত হয়েছে। পাশাপাশি স্নাতক শেষ হওয়ায় এবং স্নাতকোত্তরে ভর্তি না হওয়ায় অভি অবৈধভাবে হলে অবস্থান করছে এবং আগামী শুক্রবারের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।’ ভবিষ্যতে অভিকে হলে অবস্থান করতে দেখা গেলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। এদিকে মারধরের ঘটনায় যুক্ত থাকায় ১৩ ফেব্রুয়ারি অভিকে সাময়িকভাবে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

এ আগে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়—বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরাফাত হোসেন অভিকে (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাস্টারদা সূর্যসেন হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়) সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল