হোম > সারা দেশ > ঢাকা

মশক নিধন অভিযানে ঢাকা উত্তরে এক লাখ, দক্ষিণে আড়াই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ অভিযানে ১৪টি মামলায় প্রায় ১ লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অন্যদিকে ৭ নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ২ লাখ ৬০ হাজার টাকার বেশি জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ৪টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। আজ বুধবার দুই সিটির পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএনসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় ৪০ হাজার টাকা, মধুবাগ মগবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৬টি মামলায় ৫৩ হাজার ৫০০ টাকা এবং রোশাদিয়া কামারপাড়া এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৪টি মামলায় জরিমানা আদায় করা হয় এক লাখ ৯ হাজার ১০০ টাকা।

ডিএসসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বকশিবাজার এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর, অঞ্চল-৭ নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম ও অঞ্চল-১০ এর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন মিয়া মান্ডা এলাকায় এবং করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা আগামসি লেনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ৭ মামলায় ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান