হোম > সারা দেশ > ঢাকা

মশক নিধন অভিযানে ঢাকা উত্তরে এক লাখ, দক্ষিণে আড়াই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ অভিযানে ১৪টি মামলায় প্রায় ১ লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অন্যদিকে ৭ নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ২ লাখ ৬০ হাজার টাকার বেশি জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ৪টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। আজ বুধবার দুই সিটির পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএনসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় ৪০ হাজার টাকা, মধুবাগ মগবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৬টি মামলায় ৫৩ হাজার ৫০০ টাকা এবং রোশাদিয়া কামারপাড়া এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৪টি মামলায় জরিমানা আদায় করা হয় এক লাখ ৯ হাজার ১০০ টাকা।

ডিএসসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বকশিবাজার এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর, অঞ্চল-৭ নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম ও অঞ্চল-১০ এর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন মিয়া মান্ডা এলাকায় এবং করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা আগামসি লেনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ৭ মামলায় ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক