হোম > সারা দেশ > ঢাকা

মশক নিধন অভিযানে ঢাকা উত্তরে এক লাখ, দক্ষিণে আড়াই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ অভিযানে ১৪টি মামলায় প্রায় ১ লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অন্যদিকে ৭ নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ২ লাখ ৬০ হাজার টাকার বেশি জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ৪টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। আজ বুধবার দুই সিটির পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএনসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় ৪০ হাজার টাকা, মধুবাগ মগবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৬টি মামলায় ৫৩ হাজার ৫০০ টাকা এবং রোশাদিয়া কামারপাড়া এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৪টি মামলায় জরিমানা আদায় করা হয় এক লাখ ৯ হাজার ১০০ টাকা।

ডিএসসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বকশিবাজার এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর, অঞ্চল-৭ নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম ও অঞ্চল-১০ এর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন মিয়া মান্ডা এলাকায় এবং করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা আগামসি লেনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ৭ মামলায় ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা