শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় রামপুরা ব্রিজে আবার অবস্থান কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এ ছাড়া পুলিশকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কালকে দেখা যাবে পুলিশ কি করে।
আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে রামপুরা ব্রিজের ওপরে শিক্ষার্থীরা অবস্থান নেয়। এ সময় পুলিশ ট্রাফিক বক্সের নিচে ও ব্রিজের পাশে বটতলায় অবস্থান নেয়।
সরেজমিনে দেখা যায়, বেলা ১২টার দিকে কিছু ছাত্র এসে ব্রিজের ওপরে অবস্থান নিতে চাইলে পুলিশ তাঁদের উঠিয়ে দেয়। পরে তাঁরা হাতিরঝিলের ভেতরে চলে যায়। সেখান থেকে একত্রিত হয়ে দুপুর পৌনে ২টার দিকে মিছিল নিয়ে আবার রামপুরা ব্রিজের ট্রাফিক পুলিশ বক্সের উল্টোদিকে অবস্থান নেয়। এ সময় তাঁরা ফুটপাতের ওপর দাঁড়িয়ে তাঁদের দাবি জন্য মানববন্ধন শুরু করে।
'পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না; একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার; সড়ক সড়ক চাই, নিরাপদ সড়ক চাই'-স্লোগান দিতে থাকেন তাঁরা।