হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় বালুবাহী বাল্কহেডে দুর্বৃত্তদের হামলা, ৩ শ্রমিক গুলিবিদ্ধ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পদ্মা নদীতে বালুবাহী একটি বাল্কহেডে দুর্বৃত্তদের হামলায় তিন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার দুপুরে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালীতলা এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বাগেরহাটের শরণখোলা থানার আব্দুর রশিদের ছেলে আব্দুর রব (৪৮), রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের বিনোদ আলী শেখের ছেলে মো. আব্দুল্লাহ (৫০), বরিশালের পাতারহাটের আব্দুল বারেকের ছেলে সজীব (৩১)। তাঁরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ মো. আব্দুল্লাহ বলেন, ‘আমরা কয়েকজন সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকা থেকে বাল্কহেডে বালু ভর্তি করে রওনা হই। ধাওয়াপাড়া থেকে কিছু দূর এগোলে একটি স্পিডবোটে আসা তিন-চারজন দুর্বৃত্ত অতর্কিত গুলি বর্ষণ করে পালিয়ে যায়। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আমিসহ তিনজন গুলিবিদ্ধ হই।’ 

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক নিনজিয়া রহমান বলেন, ‘গুলিবিদ্ধ ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা সবাই এখন শঙ্কা মুক্ত।’

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদত হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ লিখত অভিযোগ দেয়নি।’

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে