হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় বালুবাহী বাল্কহেডে দুর্বৃত্তদের হামলা, ৩ শ্রমিক গুলিবিদ্ধ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পদ্মা নদীতে বালুবাহী একটি বাল্কহেডে দুর্বৃত্তদের হামলায় তিন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার দুপুরে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালীতলা এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বাগেরহাটের শরণখোলা থানার আব্দুর রশিদের ছেলে আব্দুর রব (৪৮), রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের বিনোদ আলী শেখের ছেলে মো. আব্দুল্লাহ (৫০), বরিশালের পাতারহাটের আব্দুল বারেকের ছেলে সজীব (৩১)। তাঁরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ মো. আব্দুল্লাহ বলেন, ‘আমরা কয়েকজন সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকা থেকে বাল্কহেডে বালু ভর্তি করে রওনা হই। ধাওয়াপাড়া থেকে কিছু দূর এগোলে একটি স্পিডবোটে আসা তিন-চারজন দুর্বৃত্ত অতর্কিত গুলি বর্ষণ করে পালিয়ে যায়। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আমিসহ তিনজন গুলিবিদ্ধ হই।’ 

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক নিনজিয়া রহমান বলেন, ‘গুলিবিদ্ধ ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা সবাই এখন শঙ্কা মুক্ত।’

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদত হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ লিখত অভিযোগ দেয়নি।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন