নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইনজীবীদের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় প্রধান বিচারপতি এই মনোনয়ন প্রদান করেছেন।
অবসরে যাওয়া আপিল বিভাগের বিচারপতি মো. বোরহান উদ্দিন বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি গত ২৭ ফেব্রুয়ারি অবসরে যান।