হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

স্বপ্ন, পদ্মা ও সেতুকে ৩ ভরি সোনার চেইন উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে এ্যানি-অপু দম্পতির তিন নবজাতকের নাম পদ্মা সেতুর নামে নামকরণ করায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সেই অভিনন্দন বার্তা নিয়ে তাদের বাড়িতে যান প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক। স্বপ্ন, পদ্মা ও সেতু’কে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সেই শুভেচ্ছা বার্তা। সঙ্গে উপহার হিসেবে পৌঁছে দিয়েছেন এক ভরি করে তিনটি পৃথক স্বর্ণের চেইন, ফলমূল ও কাপড়।

জানা যায়, সোমবার বিকেলে বন্দরের নবীগঞ্জ এলাকায় অবস্থিত আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম অপুর বাড়িতে যান শামীম মুসফিক। তাঁর সঙ্গে ছিলেন বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা কুদরত এ খোদা। অপু তার এ্যানি বেগমসহ তাদের তিন সন্তান সে সময় বাড়িতেই অবস্থান করছিলেন।

তিন সন্তানের মধ্যে একজন ছেলে ও দুজন মেয়ে। ছেলের নাম রাখা হয়েছে স্বপ্ন, অন্যদিকে দুই মেয়ের নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু। বর্তমানে মা ও তিন সন্তানদের সকলেই সকলেই সুস্থ রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করে আশরাফুল ইসলাম অপু বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে অনেক কৃতজ্ঞ। তিনি আমাদের ও আমার সন্তানদের জন্য উপহার পাঠিয়েছেন। এই আনন্দ বলে বোঝাতে পারব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক কাজ করছেন। আমার সন্তানদের জন্মের মাসে পদ্মা সেতুর উদ্বোধন করা হচ্ছে। আমি সকলের কাছে আমার সন্তানদের জন্য দোয়া চাই।’ 

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ