হোম > সারা দেশ > ঢাকা

দুদিন আগে শেষ হচ্ছে বইমেলা, ক্ষতির হিসাব কষছেন প্রকাশকরা

নিজস্ব প্রতিবেদক

নির্ধারিত সময়ের দুদিন আগেই শেষ হচ্ছে এবারের অমর একুশে বইমেলা ২০২১। শেষ দিনগুলোতেও পাঠক উপস্থিতি কম। অলস সময় কাটাচ্ছেন বিক্রয়কর্মীরা। আর প্রকাশকরা ব্যস্ত ক্ষতির হিসাব কষতে।

এবারের মেলায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে ছোট বড় সব প্রকাশনী সংস্থাই।

অনন্যা প্রকাশনীর মুনিরুল হক বলেন, গতবছর ৭০ লাখ টাকার ব্যবসা হয়েছিল। এবার হয়েছে মাত্র ৬ লাখ টাকার।

কাকলী প্রকাশনীর প্যাভিলিয়নে কথা বলে জানা গেছে, তারা এবার মেলায় ৭ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু আজ শনিবার পর্যন্ত ব্যবসা হয়েছে মাত্র ৬ লাখ টাকার। অবসর প্রকাশনীর ব্যবস্থাপক জানান, তাদের এবার গতবারের ১০ ভাগও ব্যবসা হয়নি।

ছোট প্রকাশনীগুলোর অবস্থা আরও খারাপ। বেহুলা বাংলা, চয়ন প্রকাশন, বর্ষা দুপুর, মম প্রকাশনী, দোয়েল প্রকাশনী আগামী বছর মেলায় স্টল করা নিয়েই সংশয়ে পড়ে গেছে।

কাঁটাবন পাবলিশার্স ফোরামের সদস্য ৫৪টি প্রকাশনা প্রতিষ্ঠান ক্ষতির তালিকা করে বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন।

কাঁটাবন পাবলিশার্স ফোরামের সাধারণ সম্পাদক ও আবিষ্কার প্রকাশনীর কর্ণধার দেলোয়ার হাসান বলেন, আমাদের ক্ষতির তালিকা চূড়ান্ত করা হচ্ছে। আমরা ৫৪টি প্রতিষ্ঠান, আমাদের ক্ষতির হিসাব বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ে জমা দেব এবং ক্ষতিপূরণের আবেদন করবো।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের দুদিন আগেই অর্থাৎ ১২ এপ্রিল শেষ হচ্ছে বইমেলা। যদিও সাত দিনের নিষেধাজ্ঞার মধ্যেও বইমেলা খোলা রাখে বাংলা একাডেমি।

করোনার কারণে শুরু থেকেই ক্রেতার খরায় ভুগছে বইমেলা। প্রকাশকরা বলছেন, মেলা বন্ধের সিদ্ধান্তে তারা খুশি। আরও আগেই এ সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কারণ মেলায় পাঠক ক্রেতা নেই, শুধু শুধু স্টল খোলা রাখতে হচ্ছে, খরচ গুনতে হচ্ছে।

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫