হোম > সারা দেশ > শরীয়তপুর

পদ্মা সেতুর সংযোগ সড়কে বাসচাপায় ভ্যানচালক নিহত

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সংযোগ সড়কে যাত্রীবাহী বাসের চাপায় লাকু মাদবর (৩২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ রোববার (১৬) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের নাওডোবা গোলচত্বরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। 

আহতদের ঢাকায় ও জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুস্তাফিজুর রহমান বলেন, ‘বাসটি হেফাজতে নেওয়া হয়েছে।’ 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বসুমতি ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ফরিদপুরে যাচ্ছিল। পথে বাসটি নাওডোবা গোলচত্বরে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অপেক্ষায় থাকা ভ্যানচালক ও জনসাধারণের ওপর উঠে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে মারা যান ভ্যানচালক লাকু মাদবর। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য শেখ রাসেল সেনানিবাসের এক সেনাসদস্য স্ত্রী ও সাত বছরের মেয়েকে নিয়ে বাসের অপেক্ষায় ছিলেন। সেনাসদস্যের মেয়েসহ আরও চারজন আহত হন। 

লাকু মাদবরের পরিবারকে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস