হোম > সারা দেশ > শরীয়তপুর

পদ্মা সেতুর সংযোগ সড়কে বাসচাপায় ভ্যানচালক নিহত

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সংযোগ সড়কে যাত্রীবাহী বাসের চাপায় লাকু মাদবর (৩২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ রোববার (১৬) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের নাওডোবা গোলচত্বরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। 

আহতদের ঢাকায় ও জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুস্তাফিজুর রহমান বলেন, ‘বাসটি হেফাজতে নেওয়া হয়েছে।’ 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বসুমতি ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ফরিদপুরে যাচ্ছিল। পথে বাসটি নাওডোবা গোলচত্বরে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অপেক্ষায় থাকা ভ্যানচালক ও জনসাধারণের ওপর উঠে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে মারা যান ভ্যানচালক লাকু মাদবর। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য শেখ রাসেল সেনানিবাসের এক সেনাসদস্য স্ত্রী ও সাত বছরের মেয়েকে নিয়ে বাসের অপেক্ষায় ছিলেন। সেনাসদস্যের মেয়েসহ আরও চারজন আহত হন। 

লাকু মাদবরের পরিবারকে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য