হোম > সারা দেশ > মানিকগঞ্জ

কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজ হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোরে ঢাকার ধামরাই উপজেলার কুশিয়ারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার ফিরোজ হোসেন ঢাকার ধামরাইয়ের মীর হোসেনের ছেলে। গত ৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কাশিমপুর কারাগার থেকে পালিয়ে আত্মগোপনে ছিলেন দণ্ডিত ফিরোজ হোসেন।

র‍্যাব জানায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০২০ সালের ২৪ অক্টোবর রাতে ঢাকার ধামরাই উপজেলার গাইরাকুল এলাকায় শুকুর আলীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান ফিরোজ হোসেন, জাকির হোসেনসহ কয়েক আসামি। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ফিরোজকে গ্রেপ্তার করে। মামলায় দোষী প্রমাণিত হওয়ায় বিচারক ফিরোজকে ২০২২ সালের ৯ নভেম্বর মৃত্যুদণ্ড দেন।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাব-৪-এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন