হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে তালাবদ্ধ কক্ষে অগ্নিকাণ্ড, শিশুর মৃত্যু

 টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বাড়িতে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ড হয়।

মৃত ওই শিশুর নাম মিরাজ (৭)। তার বাবার নাম খুরশিদ আলম। মিরাজ ওই এলাকার একটি ভাড়া বাসায় মা-বাবা ও দাদির সঙ্গে থাকত।

টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মিরাজের বাবা খুরশিদ আলম একজন রিকশাচালক। মঙ্গলবার রাতে শিশু মিরাজ রাতের খাবার শেষে দাদির সঙ্গে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই কক্ষে তালা মেরে বাইরে যান তার দাদি। পরে হঠাৎ সেখানে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি ওই কক্ষে আটকা পড়ে আগুনে দগ্ধ হয়ে মারা যায়। । খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘মঙ্গলবার রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দগ্ধ হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুর লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

টঙ্গী পূর্ব থানার পুলিশের ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট