হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে তালাবদ্ধ কক্ষে অগ্নিকাণ্ড, শিশুর মৃত্যু

 টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বাড়িতে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ড হয়।

মৃত ওই শিশুর নাম মিরাজ (৭)। তার বাবার নাম খুরশিদ আলম। মিরাজ ওই এলাকার একটি ভাড়া বাসায় মা-বাবা ও দাদির সঙ্গে থাকত।

টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মিরাজের বাবা খুরশিদ আলম একজন রিকশাচালক। মঙ্গলবার রাতে শিশু মিরাজ রাতের খাবার শেষে দাদির সঙ্গে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই কক্ষে তালা মেরে বাইরে যান তার দাদি। পরে হঠাৎ সেখানে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি ওই কক্ষে আটকা পড়ে আগুনে দগ্ধ হয়ে মারা যায়। । খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘মঙ্গলবার রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দগ্ধ হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুর লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

টঙ্গী পূর্ব থানার পুলিশের ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস