পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনকে আরও দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার। অবসরোত্তর ছুটি এবং এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে এ নিয়োগ পেয়েছেন তিনি।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে স্বাক্ষর করেন উপসচিব মোহা. রফিকুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরির আইন-২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনকে অবসরোত্তর ছুটি এবং এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ৬ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য সিনিয়র সচিব পদে চুক্তিতে নিয়োগ করা হলো।