হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রলীগের সাবেক নেত্রী নিশিতাসহ চারজন ২ দিনের রিমান্ডে

আজকের পত্রিকা ডেস্ক­

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদী। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সাবেক সভাপতি নিশিতা ইকবাল নদীসহ চারজনকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

অন্য তিনজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল ফাতারা কাজল, বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবির শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ কর্মী শোভন রহমান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী হাসান ইমাম শোভন।

বিকেলে চারজনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় প্রত্যেককে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৩ ডিসেম্বর ভোর ৬টার দিকে রাজধানীর কলাবাগান এলাকায় আল বারাকা রেস্তোরাঁর সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করে। তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

এ ঘটনায় কলাবাগান থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে। রিমান্ড আবেদনে বলা হয়েছে, সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আরও বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে।

গ্রেপ্তারকৃত এই চারজন ওই পরিকল্পনার সঙ্গে যুক্ত। তাদের পেছনে কারা আছে, অর্থের জোগানদাতা কারা তা খুঁজে বের করার জন্য তাদের সাতদিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, গতকাল শনিবার রাজধানীর বসুন্ধরাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১