হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে পৃথকস্থান থেকে ৩ মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ের পৃথক স্থান থেকে দুই তরুণী ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার আয়শা সিদ্দিকা কথা (২৩), লিমা (২১) ও তারিকুল ইসলাম (২৭) নামের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আয়শা ও লিমার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হলেও আবেদনের পরিপ্রেক্ষিতে তরিকুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সোনিয়া পারভিন জানান, বেলা পৌনে ৩টার দিকে খিলগাঁও পূর্ব গোড়ানের ৯ নম্বর রোডের একটি বাসা থেকে উদ্ধার করা হয় আয়শার ঝুলন্ত মরদেহ। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়। স্বামী গাড়ি চালক ফরহাদ হোসেনের সঙ্গে ওই বাড়িতে ভাড়া থাকতেন। প্রতিবেশী এক ভাড়াটিয়ার কাছ থেকে পাওনা এক হাজার টাকা নিয়ে দুপুরে ঝগড়া হয় আয়শার। পরে স্বামী ফরহাদের সঙ্গেও ঝগড়া করেন আয়শা। এর পর ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। 

ওসি মনির হোসেন মোল্লা জানান, লিমার মরদেহ উদ্ধার করা হয় মুগদা জেনারেল হাসপাতাল থেকে। গতকাল শনিবার সন্ধ্যায় নন্দীপাড়া এলাকায় খুব অসুস্থ বোধ করলে পথচারীরা তাঁকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মারা যান তিনি। তাঁর বাবার নাম নুর ইসলাম। পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে। 

ওসি আরও জানান, দক্ষিণ বনশ্রীর ৭ /এ নম্বর রোডের এইচ ব্লকের একটি বাড়ি থেকে উদ্ধার হয় তারিকুল ইসলামের ঝুলন্ত মরদেহ। পরিবারের কাছ থেকে জানা গেছে, তিনি কয়েক বছর আগে এমবিএ শেষ করে চাকরি খুঁজছিলেন। এ ছাড়া নানা কারণে হতাশাগ্রস্ত ছিলেন। এসব কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের। তাঁর বাবার নাম আহসান উল্লাহ।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা