হোম > সারা দেশ > ঢাকা

সেই খেলার মাঠের দেয়াল সংস্কার করছে ইজারাদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোরবানির ঈদের আগে রাজধানীর তেজগাঁওয়ের পলিটেকনিক খেলার মাঠ পশুর হাটের জন্য ইজারা দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পশুর হাট করার পর বেহাল দশা হয়ে গিয়েছিল খেলার মাঠের অবস্থা। মাঠের উত্তর পাশে দেয়াল ভেঙে করা হয়েছিল পশুর হাটের গেট। ঈদের কয়েক দিন পরও সেই দেয়াল ভাঙা পড়ে থাকতে দেখা গেছে। মাঠে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ইট, বাঁশ ও পশুবর্জ্য।

গত শনিবার (১৬ জুলাই) আজকের পত্রিকায় ‘পশুর হাটের ক্ষত খেলার মাঠে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে ডিএনসিসি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্দেশে রোববার (১৭ জুলাই) থেকে পশুর হাটের ইজারাদার মাঠটির ভাঙা দেয়াল সংস্কারের উদ্যোগ নেয়।

আজ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠটির ভাঙা দেয়াল সংস্কারে কাজ করছেন তিনজন রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির সর্দার এনায়েত হোসেন ভূঞা আজকের পত্রিকাকে জানান, তারা দুই দিন ধরে ভাঙা দেয়াল সংস্কারের কাজ করছেন। সোমবারের মধ্যেই কাজটি শেষ হবে।

মাঠের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্য অপসারণ করতে দেখা গেছে সিটি করপোরেশনের কয়েকজন পরিচ্ছন্নতা কর্মীকে। পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ বাদশা জানান, ইজারাদার কোনো বর্জ্য অপসারণ করেননি। মাঠটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে তারা গত দুই দিন ধরে কাজ করছেন।

তেজগাঁও পলিটেকনিক পশুর হাটের ইজারাদার মোহাম্মদ হোসেন খান বলেন, ‘সিটি করপোরেশন ইজারা দেওয়ার সময় শর্ত দিয়েছিল হাট শেষে মাঠ যেন আগের অবস্থায় ফিরিয়ে দিই। কয়েক দিন দেরি হলেও, আমরা মাঠ ঠিক করতে কাজ করছি।’

এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘মাঠকে খেলার উপযোগী করে দেওয়ার জন্য ইজারাদারকে নির্দেশ দিয়েছি। তারা কাজ করছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট