হোম > সারা দেশ > ঢাকা

ডিবির ডিসির বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকা নেওয়ার অভিযোগ, তদন্তে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদের বিরুদ্ধে ৩ কোটি ৬০ লাখ টাকার চেক লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মো. জসিম উদ্দিন নামের এক ব্যক্তিকে নির্যাতন করে টাকা নেওয়ার এ অভিযোগে আব্দুল আহাদসহ পুলিশের অসাধু কর্মকর্তা–কর্মচারীদের অনিয়ম খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি করেছে ডিবি। 

এদিকে অভিযোগের বিষয়ে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ সাংবাদিকদের বলেন, যেকেউ যেকারোর বিরুদ্ধে অভিযোগ দিতেই পারে। তদন্তেই সত্য মিথ্যা বেরিয়ে আসবে। 

গত ১১ ডিসেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদ এক অফিস আদেশে অভিযোগ খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি করেন। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবীকে। আর ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার (প্রশাসন) শফিকুল ইসলামকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। 

অফিস আদেশে বলা হয়, ডিবির ওয়ারী বিভাগের ডিসি আব্দুল আহাদসহ পুলিশের অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মো. জসিম উদ্দিন নামের এক ব্যক্তিকে অমানুষিক নির্যাতন করে অবৈধভাবে ৩ কোটি ৬০ লাখ টাকার চেক লিখিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে এই কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

জানা গেছে, জসিম উদ্দিন নামের ওই ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ অধিদপ্তরসহ ডিবি অফিসে ওয়ারী বিভাগের গোয়েন্দা কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদ বলেন, এমন একটি অভিযোগ ডিবিসহ বেশ কয়েকটি সংস্থাতে জমা পড়েছিল। দুই সদস্যের কমিটি করে আমরা বিষয়টা তদন্ত করছি। যাচাই-বাছাই ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়গুলো নিশ্চিত হওয়া যাবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন