হোম > সারা দেশ > ঢাকা

বিজয় দিবস উপলক্ষে ঢাকা স্কুল অব ইকোনমিকসের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ‘বর্তমান সরকার, বঙ্গবন্ধু ও বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা’ শীর্ষক অনুষ্ঠান করেছে ঢাকা স্কুল অব ইকোনমিকস। আজ বুধবার উদ্যোক্তা অর্থনীতি ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর প্রতীক, স্বাধীনতা পদকপ্রাপ্ত এবং পদ্মশ্রী পদকপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির। সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব আলী। তিনি ঢাকা স্কুল অব ইকোনমিকসের উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের কো-অর্ডিনেটর। 

অনুষ্ঠানে কাজী সাজ্জাদ আলী জাহির বলেন, ‘আমাদের মুক্তিযোদ্ধার সন্তান নয়, মুক্তিযুদ্ধের সন্তান হতে হবে। আমাদের নারীদের সম্মান করতে হবে, দুর্নীতি ও অনিয়মকে ঘৃণা করতে হবে।’ 

কাজী সাজ্জাদ আলী জাহিরের কথার সঙ্গে একমত পোষণ করে ড. মুহাম্মদ মাহবুব আলী বলেন, ‘বর্তমান সরকার বাংলাদেশের নারীদের সম-অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ কার্যকর ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের নারীদের সম-অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের আবারও ক্ষমতায় আসা প্রয়োজন। অর্থনৈতিক উন্নয়ন ও গণতন্ত্র অক্ষুণ্ন রাখতে বর্তমান সরকারকে পুনর্নির্বাচিত করতে হবে।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আদিব আহমেদ। আলোচক ছিলেন জাকিয়া সুলতানা, জাহেরা কুদ্দুস, ইসতিয়াক আহমেদ, সাদ বিন সোহেল প্রমুখ।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু