হোম > সারা দেশ > ঢাকা

১১০০ কোটি টাকার সার আত্মসাৎ: সাবেক এমপি পোটনসহ পাঁচজনের নামে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন। ফাইল ছবি

প্রায় ১১০০ কোটি টাকার মূল্যের সার আত্মসাতের অভিযোগে নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম তথ্য জানান।

কামরুল আশরাফ খান পোটন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন— মেসার্স পোটন ট্রেডার্সের মহাপরিচালক মো. শাহাদত হোসেন, প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. নাজমুল আলম বাদল, উত্তরবঙ্গ প্রতিনিধি মো. সোহরাব হোসেন ও খুলনার নওয়াপাড়া প্রতিনিধি মো. আতাউর রহমান।

মামলার এজাহার থেকে জানা গেছে, পোটন ট্রেডার্সের মাধ্যমে আমদানি করা ১ লাখ ৮৪ হাজার মেট্রিক টন এমওপি, টিএসপি ও ডিএপি সার সরবরাহ না করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এই সারের বাজারমূল্য প্রায় এক হাজার ৮৪ কোটি ১ লাখ ৯ হাজার ৪১০ টাকা।

আকতারুল জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বিদেশ থেকে আমদানি করা এমওপি, টিএসপি ও ডিএপি সার সরবরাহের জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রিসিভার্স ও স্থানীয় পরিবহন ঠিকাদার হিসাবে ৮টি প্রতিষ্ঠানকে সরবরাহের জন্য চুক্তি হয়।

এর মধ্যে সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনের মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্স চুক্তির শর্ত ভঙ্গ করে গুদামে না পৌঁছে বরাদ্দ করা সার সরবরাহ না করে ১ লাখ ৮৪ হাজার ৭১ মেট্রিক টন সার সরবরাহ না করে বিক্রি করেন।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ