হোম > সারা দেশ > ঢাকা

সুষ্ঠু ভোটের দাবিতে বিষ হাতে প্রার্থীরা নির্বাচন ভবনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু ভোটের দাবিতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বিষ হাতে ও গায়ে কাফনের কাপড় জড়িয়ে অবস্থান নিয়েছেন প্রার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় নোয়াখালীর হাতিয়া উপজেলার হরিণী ও চানন্দী ইউনিয়ন পরিষদের দুজন চেয়ারম্যান পদপ্রার্থী ও ২৫ জন মেম্বার পদপ্রার্থী এই ব্যতিক্রমী প্রতিবাদে অংশ নিয়েছেন।

পদপ্রার্থীদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের স্বামী মোহাম্মদ আলীর অত্যাচারে তাঁরা ভোটের প্রচার চালাতে পারছেন না। প্রশাসনের কাছে অভিযোগ করেও তাঁরা কোনো প্রতিকার পাননি। তাই তাঁরা প্রতিবাদ জানাতে নির্বাচন ভবনে চলে এসেছেন।

উপজেলার হরিণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুসফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হাতিয়া উপজেলার সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের স্বামী মোহাম্মদ আলীর নেতৃত্বে আমাদের বিভিন্ন প্রার্থীর ওপর হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। তাঁরা নির্বাচনের প্রচারে বাধা দিচ্ছেন, পোস্টার ছিঁড়ে ফেলছেন। ওই দুই ইউনিয়নে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তাই আমরা সুষ্ঠু নির্বাচনের দাবিতে নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়েছি। আমাদের দাবি না মেনে নিলে বিষ খেয়ে আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না।’ 

চানন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম শামীম বলেন, ‘দাবি আদায়ে আমরা নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি দিয়েছি। দাবি পূরণে কোনো আশ্বাস না পেলে নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি দেব।’

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় হরিণী ও চানন্দী নামে দুটি ইউনিয়ন নদীগর্ভে বিলীন হয়ে আবার জেগে ওঠে। ২০০৩ সালে দুটি ইউনিয়ন আবার ঘোষণা দিলে ২০০৫ সালে তা গেজেট আকারে প্রকাশিত হয়। সেই থেকে এই ইউনিয়ন দুটি প্রশাসক নিয়োগ করে পরিচালনা করা হচ্ছে। আগামী ১৫ জুন হরণী ও চানন্দী ইউনিয়নে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল