হোম > সারা দেশ > ঢাকা

সুষ্ঠু ভোটের দাবিতে বিষ হাতে প্রার্থীরা নির্বাচন ভবনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু ভোটের দাবিতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বিষ হাতে ও গায়ে কাফনের কাপড় জড়িয়ে অবস্থান নিয়েছেন প্রার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় নোয়াখালীর হাতিয়া উপজেলার হরিণী ও চানন্দী ইউনিয়ন পরিষদের দুজন চেয়ারম্যান পদপ্রার্থী ও ২৫ জন মেম্বার পদপ্রার্থী এই ব্যতিক্রমী প্রতিবাদে অংশ নিয়েছেন।

পদপ্রার্থীদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের স্বামী মোহাম্মদ আলীর অত্যাচারে তাঁরা ভোটের প্রচার চালাতে পারছেন না। প্রশাসনের কাছে অভিযোগ করেও তাঁরা কোনো প্রতিকার পাননি। তাই তাঁরা প্রতিবাদ জানাতে নির্বাচন ভবনে চলে এসেছেন।

উপজেলার হরিণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুসফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হাতিয়া উপজেলার সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের স্বামী মোহাম্মদ আলীর নেতৃত্বে আমাদের বিভিন্ন প্রার্থীর ওপর হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। তাঁরা নির্বাচনের প্রচারে বাধা দিচ্ছেন, পোস্টার ছিঁড়ে ফেলছেন। ওই দুই ইউনিয়নে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তাই আমরা সুষ্ঠু নির্বাচনের দাবিতে নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়েছি। আমাদের দাবি না মেনে নিলে বিষ খেয়ে আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না।’ 

চানন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম শামীম বলেন, ‘দাবি আদায়ে আমরা নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি দিয়েছি। দাবি পূরণে কোনো আশ্বাস না পেলে নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি দেব।’

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় হরিণী ও চানন্দী নামে দুটি ইউনিয়ন নদীগর্ভে বিলীন হয়ে আবার জেগে ওঠে। ২০০৩ সালে দুটি ইউনিয়ন আবার ঘোষণা দিলে ২০০৫ সালে তা গেজেট আকারে প্রকাশিত হয়। সেই থেকে এই ইউনিয়ন দুটি প্রশাসক নিয়োগ করে পরিচালনা করা হচ্ছে। আগামী ১৫ জুন হরণী ও চানন্দী ইউনিয়নে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু