হোম > সারা দেশ > ঢাকা

ফের ইভ্যালি চালু করতে আবেদন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইকমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পুনরায় চালু করতে বোর্ডের কাছে আবেদন করেছেন কোম্পানিটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। ইভ্যালির আইনজীবী আহসানুল করিম আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আহসানুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘বোর্ডের কাছে আবেদন ছাড়াও হাইকোর্টে একটি আবেদন করেছি রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে থাকা মামলাগুলো স্থগিত করার জন্য। আগামী রোববার আবেদনের বিষয়ে শুনানি হতে পারে।’

ইভ্যালিতে পণ্যের অর্ডার দিয়ে অর্থ পরিশোধ করার পরও পণ্য বা টাকা ফেরত না পেয়ে মো. ফরহাদ হোসেন নামের এক গ্রাহক গত বছরের সেপ্টেম্বরে ইভ্যালির অবসায়ন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। এর ধারাবাহিকতায় একই বছরের ১৮ অক্টোবর ইভ্যালি ব্যবস্থাপনায় পাঁচ সদস্যের পরিচালনা বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। যাতে আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করা হয়।

বোর্ডের অন্য সদস্যরা হলেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, ওএসডিতে থাকা অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ ও কোম্পানি আইন বিশেষজ্ঞ আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। 

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে গত বছরের ১৫ সেপ্টেম্বর আরিফ বাকের নামের আরেক এক গ্রাহক গুলশান থানায় ইভ্যালির মো. রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। এরপর পরদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব। পরে শামীমা নাসরিন জামিনে মুক্তি পান।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ