হোম > সারা দেশ > ঢাকা

ফের ইভ্যালি চালু করতে আবেদন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইকমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পুনরায় চালু করতে বোর্ডের কাছে আবেদন করেছেন কোম্পানিটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। ইভ্যালির আইনজীবী আহসানুল করিম আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আহসানুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘বোর্ডের কাছে আবেদন ছাড়াও হাইকোর্টে একটি আবেদন করেছি রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে থাকা মামলাগুলো স্থগিত করার জন্য। আগামী রোববার আবেদনের বিষয়ে শুনানি হতে পারে।’

ইভ্যালিতে পণ্যের অর্ডার দিয়ে অর্থ পরিশোধ করার পরও পণ্য বা টাকা ফেরত না পেয়ে মো. ফরহাদ হোসেন নামের এক গ্রাহক গত বছরের সেপ্টেম্বরে ইভ্যালির অবসায়ন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। এর ধারাবাহিকতায় একই বছরের ১৮ অক্টোবর ইভ্যালি ব্যবস্থাপনায় পাঁচ সদস্যের পরিচালনা বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। যাতে আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করা হয়।

বোর্ডের অন্য সদস্যরা হলেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, ওএসডিতে থাকা অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ ও কোম্পানি আইন বিশেষজ্ঞ আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। 

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে গত বছরের ১৫ সেপ্টেম্বর আরিফ বাকের নামের আরেক এক গ্রাহক গুলশান থানায় ইভ্যালির মো. রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। এরপর পরদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব। পরে শামীমা নাসরিন জামিনে মুক্তি পান।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন