হোম > সারা দেশ > ঢাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব সংলগ্ন পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম শিশু দুটির মরদেহ উদ্ধার করে।

শিশু দুটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন আশুলিয়ার ইসলামনগর এলাকার রিকশাচালক বিল্লাল হোসেনের ছেলে মারুফ হোসেন (৮) ও বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ অফিসের কর্মচারী জাকির হোসেনের ছেলে মো. রায়হান (১০)। 

জাকির হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র। অন্যদিকে মারুফ হোসেন ইসলামনগর মডেল একাডেমীর প্রথম শ্রেণির ছাত্র।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান মেডিকেল অফিসার ডা. রিজওয়ানুর রহমান বলেন, ‘বিকেলে দুই শিশুকে অচেতন অবস্থায় চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়। পরীক্ষা করে দেখা যায় এখানে আসার আগেই তারা মারা গেছে।’  

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন জানান, বেলা আড়াইটার দিকে শিক্ষক ক্লাব সংলগ্ন পুকুরে ৬-৭ জন কিশোর গোসল করতে নামে। একটু পরে দুই শিশুকে খুঁজে না পেয়ে সাভার ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। পরে ফায়ার সার্ভিসের একটি টিম শিশুদের পুকুর থেকে উদ্ধার করে।

সুদীপ্ত শাহিন বলেন, ‘এর আগে আমরা বরাবার পুকুর থেকে শিশুদের সরিয়ে দিয়েছি। কিন্তু তারপরও তারা আমাদের চোখ ফাঁকি দিয়ে পুকুরে নেমে গেছে। ভর্তি পরীক্ষার ঝামেলার কারণে সব সময় পুকুরে নজর রাখা সম্ভব হয় না।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন