হোম > সারা দেশ > ঢাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব সংলগ্ন পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম শিশু দুটির মরদেহ উদ্ধার করে।

শিশু দুটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন আশুলিয়ার ইসলামনগর এলাকার রিকশাচালক বিল্লাল হোসেনের ছেলে মারুফ হোসেন (৮) ও বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ অফিসের কর্মচারী জাকির হোসেনের ছেলে মো. রায়হান (১০)। 

জাকির হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র। অন্যদিকে মারুফ হোসেন ইসলামনগর মডেল একাডেমীর প্রথম শ্রেণির ছাত্র।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান মেডিকেল অফিসার ডা. রিজওয়ানুর রহমান বলেন, ‘বিকেলে দুই শিশুকে অচেতন অবস্থায় চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়। পরীক্ষা করে দেখা যায় এখানে আসার আগেই তারা মারা গেছে।’  

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন জানান, বেলা আড়াইটার দিকে শিক্ষক ক্লাব সংলগ্ন পুকুরে ৬-৭ জন কিশোর গোসল করতে নামে। একটু পরে দুই শিশুকে খুঁজে না পেয়ে সাভার ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। পরে ফায়ার সার্ভিসের একটি টিম শিশুদের পুকুর থেকে উদ্ধার করে।

সুদীপ্ত শাহিন বলেন, ‘এর আগে আমরা বরাবার পুকুর থেকে শিশুদের সরিয়ে দিয়েছি। কিন্তু তারপরও তারা আমাদের চোখ ফাঁকি দিয়ে পুকুরে নেমে গেছে। ভর্তি পরীক্ষার ঝামেলার কারণে সব সময় পুকুরে নজর রাখা সম্ভব হয় না।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট