হোম > সারা দেশ > শরীয়তপুর

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ: দাফনের ৩৩ দিন পর তোলা হলো নবজাতকের লাশ

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় দাফনের ৩৩ দিন পর ময়নাতদন্তের জন্য এক মাস বয়সী শিশুর লাশ উত্তোলন করা হয়েছে। শিশুটি কবিরাজের ভুল চিকিৎসায় মারা গিয়েছিল বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে জাজিরা পৌর কবরস্থান থেকে শিশুর লাশ উত্তোলন করে পুলিশ।

মরদেহ উত্তোলনের সময় জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান উপস্থিত ছিলেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান।

ওই শিশুটির নাম—আল ইসলাম। সে জাজিরা উপজেলার দক্ষিণ খোশাল শিকদার কান্দি গ্রামের রাসেল মাঝির ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, শিশু আল–ইসলামের ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলে গত ৪ ফেব্রুয়ারি জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় তার পরিবার। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সেখান থেকে আবার তাকে ঢাকার শিশু হাসপাতালে রেফার করা হয়।

শিশুটিকে ঢাকা নিয়ে যাওয়ার সময় একই উপজেলার রহিম খান জানতে পেরে শিশুর বাবা রাসেল মাঝিকে বলেন, ‘শিশুকে ঢাকা নেওয়ার দরকার নেই। এটা ডাক্তারি চিকিৎসায় ভালো হবে না। কবিরাজি চিকিৎসা দিতে হবে। আমি তোমার ছেলেকে সুস্থ করে দেব।’ পরে রহিম খান শিশুটিকে তিন বেলা কবিরাজি চিকিৎসা দেন। পরে গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটি মারা যায়।

এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ওই কবিরাজসহ পাঁচজনকে আসামি করে জাজিরা থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা রাসেল মাঝি। পরে কবিরাজ রহিম খানসহ ৪ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় জাজিরা থানা-পুলিশ।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা দায়েরের পর কবিরাজসহ চার আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শিশুর মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিগগিরই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।’

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার