হোম > সারা দেশ > ঢাকা

তিন দফা দাবি: জবিতে বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক সমাবেশ

জবি প্রতিনিধি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিসহ ৩ দফা দাবিতে আগামীকাল ছাত্র-শিক্ষক সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।

আজ বুধবার ৩ দফা আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তৌসিব মাহমুদ বলেন, সেকেন্ড ক্যাম্পাস সম্পর্কিত আমাদের যে দাবি সেটা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরও দাবি। এই জন্য আমরা চেয়েছি শিক্ষার্থীদের পাশে শিক্ষকরাও দাঁড়াবেন এই দাবিতে। সেই উদ্দ্যেশ্যেই আগামীকালের (বৃহস্পতিবার) প্রোগ্রাম। আমাদের ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের কয়েকজন শিক্ষক প্রোগ্রামে থাকার জন্য সম্মতি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন আহমদ বলেন, ‘শিক্ষক-ছাত্র-প্রশাসনতো আলাদা না। আমাদেরই প্রশাসন। সবাই মিলে একে অপরকে সাহায্য করতে হবে। আশা করি কালকের প্রোগ্রামে আমি থাকতে পারবো।’

এর আগে গত সোমবার দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবিতে তাঁতিবাজার মোড় অবরোধ ও মঙ্গলবার একই দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছিল বিশ্ববিদ্যালটির আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি হচ্ছে- স্বৈরাচারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং ৭ দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসাবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ করতে হবে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা আসতে হবে যে সেনাবাহিনীর হাতে ২য় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হয়েছে এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে (অগ্রাধিকার ভিত্তিতে হল), অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সকল অনৈতিক চুক্তি বাতিল করতে হবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন