হোম > সারা দেশ > ঢাকা

তিন দফা দাবি: জবিতে বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক সমাবেশ

জবি প্রতিনিধি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিসহ ৩ দফা দাবিতে আগামীকাল ছাত্র-শিক্ষক সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।

আজ বুধবার ৩ দফা আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তৌসিব মাহমুদ বলেন, সেকেন্ড ক্যাম্পাস সম্পর্কিত আমাদের যে দাবি সেটা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরও দাবি। এই জন্য আমরা চেয়েছি শিক্ষার্থীদের পাশে শিক্ষকরাও দাঁড়াবেন এই দাবিতে। সেই উদ্দ্যেশ্যেই আগামীকালের (বৃহস্পতিবার) প্রোগ্রাম। আমাদের ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের কয়েকজন শিক্ষক প্রোগ্রামে থাকার জন্য সম্মতি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন আহমদ বলেন, ‘শিক্ষক-ছাত্র-প্রশাসনতো আলাদা না। আমাদেরই প্রশাসন। সবাই মিলে একে অপরকে সাহায্য করতে হবে। আশা করি কালকের প্রোগ্রামে আমি থাকতে পারবো।’

এর আগে গত সোমবার দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবিতে তাঁতিবাজার মোড় অবরোধ ও মঙ্গলবার একই দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছিল বিশ্ববিদ্যালটির আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি হচ্ছে- স্বৈরাচারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং ৭ দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসাবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ করতে হবে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা আসতে হবে যে সেনাবাহিনীর হাতে ২য় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হয়েছে এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে (অগ্রাধিকার ভিত্তিতে হল), অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সকল অনৈতিক চুক্তি বাতিল করতে হবে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট