হোম > সারা দেশ > ঢাকা

তাঁতীবাজার পূজামণ্ডপে ছিনতাই: গ্রেপ্তার তিন আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তাঁতীবাজারে পূজামণ্ডপের পাশে ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯)।

বিকেলে তিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। তাঁদের তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই শিব্বির আহম্মেদ। শুনানি শেষে আদালত তাঁদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শুক্রবার রাতে তাঁতীবাজারে একটি পূজামণ্ডপের পাশে অজ্ঞাতপরিচয় এক নারীর গলা থেকে চেইন ছিনতাই করা হয়। পরে ছিনতাইকারীরা কৌশলে পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ সদস্যরা তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি ও তরল পদার্থভর্তি একটি বোতল উদ্ধার করে।

এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় কোতোয়ালি থানার এসআই মো. রুশদ হাসান বাদী হয়ে একটি মামলাটি করেন। তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, এই তিনজন সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। তাঁরা ছিনতাই করার সময় জনগণের সহযোগিতায় পুলিশের হাতে আটক হন। তাঁরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অন্য কারা জড়িত আছে, তা জানার জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল